কড়া নাড়ছে ঘূর্ণিঝড় ‘যশ’। ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে তার উপস্থিতি। দীঘা কিংবা তাজপুরের সৈকতে ঢেউয়ের দাপাদাপি শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় নিজের চণ্ডীপুর বিধানসভা এলাকার মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। ঘুরে দেখছেন বিভিন্ন এলাকা।
প্রসঙ্গত, একুশের ভোটে জেতার পরই করোনা মোকাবিলায় টিম নিয়ে নেমে পড়েছিলেন সোহম। চণ্ডীপুরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়িয়েছেন তিনি। এবার ‘যশ’ সাইক্লোনের মোকাবিলায় ময়দানে নেমে পড়েছেন তারকা বিধায়ক। মঙ্গলবার সকালেই সোহম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর বিধানসভা কেন্দ্রের বিপজ্জনক এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। খোলা হয়েছে দু’টি কন্ট্রোল রুম।
এরপর নিজের দলবল নিয়ে চণ্ডীপুরের রাস্তায় নেমে পড়েন সোহম নিজে। বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরগুলিতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কিনা জানতে চান। খুব শিগগিরিই খাবার-দাবার পেয়ে যাবেন বলেও আশ্বাস দেন। সোহমের সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আজগর আলি।