গত বছর উত্তর ২৪ পরগনার জেলা আমফানের প্রকোপ ছিল যথেষ্টই। রীতিমতো বিপাকে পড়েছিলেন, বারাসত হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আত্মীয়-পরিজনেরা। এবার ‘যশ’ ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে বারাসত জেলা হাসপাতাল তাই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিপর্যয় হলে হাসপাতালের জেনারেটর যাতে সক্রিয় থাকে, সোমবার দিনভর তার প্রস্তুতি চলেছে । ঘূর্ণিঝড়ের পরে বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত একটি জেনারেটরের বন্দোবস্ত করে রাখা হয়েছে।
পাশাপাশি তৈরি হয়েছে স্পেশাল মেডিক্যাল টিম। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ২৪ ঘন্টা অপারেশন থিয়েটার খোলা থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল। তিনি জানান, সার্জিক্যাল ওয়ার্ডে অতিরিক্ত শয্যার বন্দোবস্তও করে রাখা আছে। পাশাপাশি, হাসপাতাল চত্বরে অপেক্ষারত রোগীর আত্মীয়দের জন্য নিরাপদ আশ্রয়েরও বন্দোবস্ত করা হয়েছে। তাঁদের জন্য রাতে ক্যান্টিনে খাবারেরও বন্ধোবস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।