বাংলার মুখ্যসচিব হিসাবে মেয়াদ বৃদ্ধি হল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। আপাতত ৩ মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব হিসেবে গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নিয়েছিলেন আলাপন। তার আগে স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন তিনি। গত ৮ মাস ধরে মুখ্যসচিবের দায়িত্ব সামলাচ্ছেন আলাপন। ৩১শে মে পর্যন্ত তাঁর কার্যকাল ছিল। এ বার আরও ৩ মাস তাঁর মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সায় দিল কেন্দ্র। সোমবার মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “আমাদের মুখ্যসচিবের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে। আমপান ও কোভিডের সময় কাজ করেছেন তিনি। তাঁর অভিজ্ঞতা রয়েছে। সুতরাং, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে আমরা খুশি।” কোনও আইএএস অফিসারের চাকরির মেয়াদ থাকে ৬০ বছর। মে মাসে আলাপনের ৬০ বছর বয়স হয়েছে। এর পরও তাঁকে মু্খ্যসচিব পদে রেখে দেওয়ার প্রস্তাব পাঠায় রাজ্য। কেন্দ্র তাতে স্বীকৃতি দিয়েছে।
উল্লেখ্য, মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধি করতে হলে কেন্দ্রের অনুমতি প্রয়োজন। সেই মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই আলাপনের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান মমতা। রাজ্যের সেই দাবিতে সিলমোহর দেয় কেন্দ্র। সূত্রের খবর, সোমবার মুখ্যসচিব হিসেবে আলাপনের ৩ মাস মেয়াদ বৃদ্ধির সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে আপাতত আগস্ট পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যসচিব থাকবেন। ১৯৮৭ সালের ব্যাচের আইএএস আলাপন রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। কলকাতা পুরসভার কমিশনার ছাড়াও পুর, পরিবহণ এবং শিল্পের মতো দফতরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আমলা হিসেবে মুখ্যমন্ত্রীর অন্যতম আস্থাভাজন হিসেবেও পরিচিত আলাপন। বিভিন্ন মহলে কোভিড মোকাবিলায় তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন মমতা।