করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে দেশের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের যেভাবে চুপ করিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে বৈঠক শেষেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের অপমান করা হয়েছে বলে মোদীর উদ্দেশ্যে রীতিমত তোপ দেগেছিলেন মমতা। পরিষ্কার জানান, এভাবে মুখ্যমন্ত্রীদের ডেকে এনে অপমান করেছেন মোদী। পাশাপাশি করোনা নিয়ে বৈঠকে এত ঢিলেঢালা ভাব কেন তাঁর, সেই প্রশ্নও তুলেছেন মমতা।
এবার এই বৈঠক নিয়ে মুখ খুললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বললেন যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তিনি সম্পূর্ণ একমত। তাঁদের অপমান করতেই এই ধরণের বৈঠকের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী, কারণ কোনও মুখ্যমন্ত্রীদের কোনও কিছুই বলার অবকাশ ছিল না। মুখ্যমন্ত্রীদের ডিঙিয়ে জেলাশাসককে সঙ্গে বৈঠক করার কোনও পূর্ববর্তী উদাহরণ আছে কিনা, সেই প্রশ্নও তোলেন তিনি। হেমন্ত সোরেন আরও বলেন, এই ধরণের বৈঠক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে।