তাঁর জীবনে নেমে এসেছে মৃত্যুশোক। গত বুধবারই মাকে হারিয়েছেন তিনি। এর মাঝেও মানবসেবায় ব্রতী অরিজিৎ সিং। মুর্শিদাবাদের করোনা রোগীদের পাশে দাঁড়ালেন ভূমিপুত্র। জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন থেরাপি মেশিন দান করলেন তিনি। যাতে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পান রোগীরা।
জিয়াগঞ্জের ‘ধৃতী ফাউন্ডেশন’-এর মাধ্যমে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাসের হাতে হাই ফ্লো ন্যাজাল অক্সিজেন থেরাপি মেশিনগুলি দেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধীনে থাকা সরকারি হাসপাতালের করোনা চিকিৎসায় এগুলি ব্যবহার করা হবে। গায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডা. প্রশান্ত বিশ্বাস।
কিছুদিন আগেই গায়েক মা অদিতি সিংয়ের অসুস্থতার খবর মেলে। জানা যায় কোভিডে আক্রান্ত তিনি। খবর প্রকাশ্যে আসার সপ্তাহ খানেক আগে থেকেই অসুস্থ ছিল। প্রথমে জিয়াগঞ্জের এক হাসপাতালে চিকিৎসা চলছিল। পরে ঢাকুরিয়ার আমরি’তে ভরতি করা হয়। অরিজিতের মায়ের শরীরে প্লেটলেটের সংখ্যা একেবারেই কমে গিয়েছিল। বিরল এ নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল তাঁর। অরিজিতের মায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় রক্তদাতা চেয়ে পোস্ট শেয়ার করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়। জানিয়েছিলেন পুরুষ রক্তদাতা প্রয়োজন। আর স্বস্তিকা এবং সৃজিতের পোস্টের পর অনেকেই রক্ত দিতে আগ্রহী হন। তরুণ ব্যবসায়ী প্রতীকের রক্ত নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। করোনামুক্ত হওয়ার পরই সেরিব্রাল স্ট্রোক হয় অদিতি সিংয়ের। বৃহস্পতিবার তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মায়ের সৎকারের পরই মানবসেবায় ব্রতী হন অরিজিৎ। মুর্শিদাবাদের করোনা রোগীদের চিকিৎসায় যেন কোনও কমতি না থাকে। সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি।