দেশজুড়ে করোনা অতিমারীর মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করছে ব্ল্যাক ফাঙ্গাস। এবার সেই রোগ মোকাবিলায় ২০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করল রাজ্য। এই কমিটি রাজ্যে মিউকরমাইকোসিসের চিকিৎসা সংক্রান্ত বিষয় তদারকি করবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, এসএসকেএম ও ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এই দুটির মধ্যে যে কোনও একটি হাসপাতালকে মিউকরমাইকোসিসের চিকিৎসায় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। ভবিষ্যতে সেখানেই হতে পারে মিউকরমাইকোসিসের চিকিৎসা।
প্রসঙ্গত, এর আগে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একটি গাইডলাইনও প্রকাশ করে স্বাস্থ্য দপ্তর। এই গাইডলাইন অনুযায়ী, মাস্কের সঠিক ব্যবহার জরুরি। বিশেষ করে ধুলোবালিময় এলাকা বা নির্মাণের কাজ চলছে এমন জায়গায় গেলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বাগানে বা মাটি নিয়ে কাজ করলে, জুতো, লম্বা ঝুলের ট্রাউজার, ফুল স্লিভ শার্ট এবং গ্লাভস পরতে হবে। এছাড়া কোভিড-পরবর্তী ও ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ব্লাডে গ্লুকোজের মাত্রা নিয়মিত নজর রাখতে হবে। স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহারেও সতর্কতা জরুরি বলে জানাল স্বাস্থ্য ভবন।