দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুমিছিলও। এতে যেমন বহু শিশু অভিভাবকহীন হয়ে পড়ছে। তেমনি আবার অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। ফের এক নতুন পরামর্শ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি। তাঁর আবেদন, করোনায় অনাথ শিশুদের বিনামূল্যে নবোদয় বিদ্যালয়গুলিতে শিক্ষাদানের ব্যবস্থা করা হোক। চিঠিতে সোনিয়া লিখেছেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি, করোনা মহামারীর কারণে বাবা–মা ও বাড়ির অভিভাবককে হারিয়েছেন, এমন শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের ব্যাপারে বিবেচনা করা হোক। আমি মনে করি, এই অকল্পনীয় ট্র্যাডেজির মধ্যে দিয়ে যাওয়া শিশুদের একটি ভালো ভবিষ্যৎ দেওয়া আমাদের কর্তব্য।’
নবোদয় বিদ্যালয় নির্মাণে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভূমিকার কথাও উল্লেখ করেন সোনিয়া। চিঠিতে তিনি জানান, ‘আমার স্বামী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল গ্রামীণ ভারতের দুঃস্থ মেধাবী বাচ্চাদের কম খরচে পড়াশোনার ব্যবস্থা করা। উচ্চমানের আধুনিক শিক্ষাকে মূলত গ্রামীণ অঞ্চলের মেধাবীদের মধ্যে সহজলভ্য করে তোলা। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে এই রকম প্রায় ৬৬১টি স্কুল রয়েছে। করোনা পরিস্থিতিতে নবোদয় নতুন আলো দেখাক, সেটাই একান্ত কাম্য।’ সোনিয়ার এই চিঠির ছবি টুইট করেছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘ভারতে করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাচ্চাদের। অনেকেই মা বাবাকে হারিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সভাপতি কেন্দ্র সরকারের কাছে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে চিঠি লিখেছেন। অনাথ শিশুদের যাতে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, তার অনুরোধ করা হয়েছে।’