শুক্রবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩০তম প্রয়াণদিবস। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব। ১৯৯১ সালের ২১শে মে। তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাজীব গান্ধী। তখনই সেখানে আত্মঘাতী বোমা হামলা হয়। বিস্ফোরণে রাজীব সহ মোট ১৫ জন প্রাণ হারান। জাতীয় ও আন্তর্জাতিক মহলে এই নিয়ে তুমুল বিতর্ক আর আলোচনার ঝড় ওঠে। রাজীব গান্ধী হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি ভয়াবহ ঘটনা। যার জেরে আজকের দিনটি সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষিত হয়েছে।
স্মৃতিচারণ করতে গিয়ে টুইটারে তাঁর বাবার ছবি পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, “সত্য, সহানুভূতি, প্রগতি।” তাঁর বোন প্রিয়াঙ্কাও রাজীবকে উদ্দেশ করে টুইট করেন, “ভালবাসার চেয়ে শক্তিশালী, দয়ার চেয়ে সাহসী, করুণার চেয়ে ক্ষমতাবান এবং বিনম্রতার চেয়ে বড় শিক্ষক কিছু নেই।” কংগ্রেসের তরফেও এদিন শ্রদ্ধা জানানো হয়। দলের অফিসিয়াল টুইটার পেজ টুইটে লেখে, “তিনি (রাজীব) চিরকাল দয়া, সত্য ও ভালবাসার পক্ষে ছিলেন। মানুষের সমবেত ক্ষমতায় তাঁর আস্থা ছিল। গোটা দেশের মূল্যবোধকে তিনি তুলে ধরেছিলেন। দলের পক্ষ থেকে দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, ভারতরত্ন রাজীব গান্ধীকে প্রণাম।”
এর আগে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সাধারণ সম্পাদক জানান, সমস্ত রাজ্যের শাখা সংগঠনগুলিকে রাজীব গান্ধীর প্রয়াণ দিবস ‘সেবা ও সদ্ভাবনা’ দিবস হিসেবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। করোনার দুর্যোগের দিনে এমন দিবসের গুরুত্ব আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন তিনি৷