বৃহস্পতিবার ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, মিটিংয়ে ডেকে মুখ্যমন্ত্রীদের কথাই বলতে দিলেন না প্রধানমন্ত্রী। হাতে প্রশ্ন নিয়ে পুতুলের মতো বসেছিলাম। বৈঠকে ডেকে এনে অপমান করা হয়েছে। পাশাপাশি, চেয়েও টিকা মিলছে না বলেও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তোপ দেগেছিলেন তিনি। বিফলে গেল না মমতার সোচ্চার হওয়া। কারণ গতকাল রাতেই তড়িঘড়ি রাজ্যে এসেছে ২ লাখ কোভিশিল্ড টিকা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার ২ লাখ কোভিশিল্ড টিকা পাঠিয়েছে রাজ্যে। আজ, শুক্রবার রাজ্যে আসবে আরও ১ লাখ ৮৭ হাজার ৫৪০টি কোভিশিল্ড টিকা। এদিকে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে প্রায় ১৮ লক্ষ ভ্যাকসিন কেনার জন্য প্রাথমিকভাবে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকদের একাংশের মতে, রাজ্য যত টিকা কেনার জন্য টাকা দিয়েছে তার মধ্যে ১১ লক্ষ টিকা মিলেছে। বাকি রয়েছে আরও ৭ লক্ষ টিকা। জুনের মধ্যে সেই টিকা আসতে পারে। আরও ৫ লক্ষ টিকাও আসতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে টিকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমতে পারে। মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।