বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলার প্রতিটি প্রান্তে গিয়ে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প৷ করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত রাজ্য জুড়ে পরীক্ষামূলক ভাবে শুরু হলো এই ‘দুয়ারে রেশন’৷ কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু হতে চলেছে৷
পাইলট প্রকল্পে প্রতিটি জেলায় একটি করে রেশন দোকান থেকে সংলগ্ন একটি পাড়া বা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া হবে৷ গত মঙ্গলবার দিনই ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে রাজ্যের খাদ্য দফতরের প্রধান সচিবের সঙ্গে ফুড কমিশনারের বৈঠক হয়৷ সেই বৈঠকে হাজির ছিলেন রেশন ডিলাররা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই প্রকল্প চালানোর জন্য প্রতি কুইন্টালে ২০০ টাকা করে রেশন ডিলারদের কমিশন দিতে হবে৷ প্রথম ১৫ দিন রেশন দোকান থেকেই এই প্রকল্পের জন্য জিনিস নিয়ে সরবরাহ করবেন রেশন ডিলাররা৷ প্যাকেজিং বাবদও আলাদা খরচ দেবে রাজ্য৷