দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুমিছিলও। এই পরিস্থিতিতে ফের নতুন পরামর্শ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল কংগ্রেস। করোনায় মা বাবাকে হারিয়েছে যে সমস্ত শিশু, এবার বিনামূল্যে তাদের পড়াশোনার ব্যবস্থা করার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এই মর্মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এরপরই টুইট করে তা জানান রাহুল গান্ধী।
চিঠিতে সোনিয়া লিখেছেন, ‘আমার স্বামী রাজীব গান্ধীর স্বপ্ন ছিল গ্রামীণ ভারতে দুঃস্থ মেধাবী বাচ্চাদের কম খরচে পড়াশোনার ব্যবস্থা করা। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ৬৬১টি নবোদয় বিদ্যালয়ও তৈরি করা হয়েছে। আমি অনুরোধ করব, এই নবোদয় বিদ্যালয়ে বিনামূল্যে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা হোক। কোভিডে যাঁরা মা বাবা দুজনকেই হারিয়েছে, অথবা যাঁদের উপার্জনক্ষম অভিভাবক মারা গেছেন, তাঁদের জন্য এই ব্যবস্থা করুক ভারত সরকার।’
এই চিঠির ছবি টুইট করে রাহুল লিখেছেন, ‘ভারতে করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাচ্চাদের। অনেকেই মা বাবাকে হারিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সভাপতি কেন্দ্র সরকারের কাছে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে চিঠি লিখেছেন। অনাথ শিশুদের যাতে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, তার অনুরোধ করা হয়েছে। এখন ভারত সরকারের কথা শোনার সময় এসেছে।’