এবার কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নদীয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিন তাপসের পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে উপসর্গ মৃদু থাকায় তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তবে হাসপাতালে ভর্তির পর থেকে তাপসের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
অতিসম্প্রতি করোনা আক্রান্ত হন তেহট্ট বিধানসভা কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। সেই রোগই তাঁর প্রাণ কেড়ে নেয়। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গৌরীশঙ্কর দীর্ঘ দিন নদীয়া জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। এ বার তাঁর কেন্দ্রেই তৃণমূল প্রার্থী করে তাপসকে। তিনি পাশের কেন্দ্র পলাশীপাড়ার বিধায়ক ছিলেন। এর পরেই দলবদল করে বিজেপিতে যোগ দেন গৌরীশঙ্কর।