‘ইশ্বর বিচার করবেন, মানুষ বিচার করবেন। সবাই শান্ত থাকুন। এটা অনেক বড় ষড়যন্ত্র। আদালতেই এর বিচার হবে’। এসএসকেএমের বাইরে বললেন মদন মিত্র। বুধবার তাঁর সিটি স্ক্যান করা হবে। তবে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।
দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে লড়াই করা মদন মিত্র গ্রেফতার হওয়ার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে ভর্তি রাখা হয়েছে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০২ নম্বর কেবিনে। পোস্ট কোভিড সমস্যার কারণেই তাঁকে এখনও অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর স্ত্রী ও পুত্রবধূও বর্তমানে করোনা আক্রান্ত।
বুধবার সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয় মদন মিত্রকে। সেখানেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনও অসুস্থ বোধ করছি। তবে, ইশ্বর বিচার করবেন, মানুষ বিচার করবেন। সবাই শান্ত থাকুন। এটা অনেক বড় ষড়যন্ত্র। আদালতেই এর বিচার হবেই।’
এদিকে, নারদকাণ্ডে ধৃত চার হেভিওয়েটের মধ্যে তিন জন অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। কিন্তু তাঁদের হাসপাতালে ভর্তি কতটা যুক্তিযুক্ত? এবার তা জানতে মরিয়া সিবিআই। এজন্য নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করছে তারা। ধৃতদের শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন বোর্ডের সদস্যরা।