বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে তৃণমূল সরকার, তখন সোমবার সাতসকালেই নারদ মামলায় পরপর ৩ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। আর তারপরেই বিজেপির এ হেন প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব শাসক দল। এবার এ নিয়ে মুখ খুলেই তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বললেন, নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে গ্রেফতার করা উচিত। তাঁর প্রশ্ন, ‘ম্যাথু স্যামুয়েলকে কেন ধরা হচ্ছে না?’ অপরূপা বলেন, ‘তিনি (ম্যাথু স্যামুয়েল) কোথা থেকে এত টাকা পেলেন? এটা তাঁকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে না?’
আরামবাগের সাংসদ বলেন, ‘আমাকে যতবার সিবিআই ইডি ডেকেছে গিয়েছি। আবার ডাকলে আবার যাব।’ এর পরই তিনি এদিনের গ্রেফতারের পিছনে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির রয়েছে বলে অভিযোগ করেছেন। অপরূপার কথায়, ‘আসল কথা হল, বিজেপি বাংলায় হারকে হজম করতে পারছে না। তাই এই মহামারির সময় করোনা নিয়ে কাজ করার বদলে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসব করছে।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপি সরকারের কথাতেই চলে বলে অভিযোগ তাঁর। নাম না করে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে অপরূপার কটাক্ষ, ‘যারা জামা পাল্টেছে, শিবির বদল করেছে তারা পরিষ্কার। আর যারা করেনি তারা খারাপ। তৃণমূলকে ভয় দেখানো হচ্ছে,আমাদের নেত্রী লড়াই এর মধ্যে দিয়ে এসেছে। আমরা ফেস করতে রাজি।’