আজ সকালে বাড়ি থেকে একেবারে নাটকীয়ভাবে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তিনি নিজেই সংবাদমাধ্যমের সামনে জানান, নারদ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এরপরই কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল কর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে। ফিরহাদ হাকিম গাড়িতে ওঠার আগেই ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের কোনওরকমে নিজেই শান্ত করার চেষ্টা করেন। এরপরই এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল নেতৃত্বের দাবি, গোটা রাজ্য এখন ভয়াবহ কোভিড সঙ্কটের মধ্যে দিয়ে চলছে। নানা ক্ষেত্রে প্রতিটি দফতরের মধ্যে সমন্বয় রক্ষা করা প্রয়োজন। শহর কলকাতার বিভিন্ন এলাকাতেও কোভিড মোকাবিলার কাজ হচ্ছে সরকারি তরফে। তৃণমূলের দাবি, কলকাতা পুরসভার তরফে ফিরহাদ হাকিমের নেতৃত্বেই চলছিল কোভিড মোকাবিলার কাজ। কিন্তু তাঁকে গ্রেফতারির ঘটনায় এবার সেই কাজও ধাক্কা খেতে পারে। এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবামাধ্যমের কাছে বলেন, “প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে বিজেপি। এটা গণতন্ত্রের কলঙ্কময় ঘটনা। এটা কোনও সভ্য মানুষের আচরণ হতে পারে না। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক। কোভিড পরিস্থিতিতে সকলকে নিয়ে সমন্বয়ের কাজ তিনি করছিলেন। কিন্তু বিজেপি এজেন্সিকে কাজে লাগিয়ে সেই সিস্টেমকেও ভেঙে দিতে চাইছে। তৃণমূল কর্মীদের অনুরোধ করছি আপনারা আবেগতাড়িত হবেন না। মুখ্যমন্ত্রী সব দেখছেন। তিনি বিষয়টির ওপর নজর রাখছেন। আপনারা দয়া করে কোভিড বিধি ভাঙবেন না।”