কিছু দিন আগেই ক্রিকেটার সুরেশ রায়না ও অভিনেত্রী নেহা ধুপিয়াকেও সাহায্য করেছিলেন তিনি। এ বার ক্রিকেটার হরভজন সিংয়ের অনুরোধেও সাড়া দিয়ে এগিয়ে এলেন অভিনেতা সোনু সুদ। হরভজন অবশ্য নিজের জন্য কোনওরকম সাহায্য চাননি। তিনি অনুরোধ জানিয়েছিলেন কর্নাটকের এক কোভিড আক্রান্ত রোগীর জন্য। যাঁর খুব প্রয়োজন ছিল রেমডিসিভির ইঞ্জেকশন। আর ভাজ্জির অনুরোধ মিলতেই সেই ইঞ্জেকশনের ব্যবস্থা করে দিলেন সোনু সুদ।
ঘটনাটি গত বুধবারের। সেদিন একটি টুইটে হরভজন লিখেছিলেন, “একটি রেমডেসিভির প্রয়োজন।” এর সঙ্গেই টুইটের মধ্যে বাসাপ্পা হাসপাতালের ঠিকানা এবং একটি ফোন নম্বর দিয়েছিলেন। এরপরই সেই টুইটটি ভাইরাল হয়ে যায়। আর সেটা দেখতে পেয়েই সোনু পাল্টা টুইট করে জানিয়ে দেন, “ভাজ্জি, পৌঁছে দেওয়া হবে।” আপামর ভারতবাসী বলতে শুরু করেছেন, করোনা কালে সোনু যেন ভারতের জন্য দেবদূত হয়ে উঠেছেন।
ভারতে গতবছর করোনার সংক্রমণের শুরু থেকেই সর্বক্ষণ দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। নিজের খরচে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন। কখনও দুর্গতদের পাশে দাঁড়িয়ে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। যাঁরা করোনার মাঝে চাকরি হারিয়েছেন, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এমনকি কারও ওষুধ, কারও অক্সিজেন, নানা দরকারে সব সময়ে সকলের পাশে পাওয়া গিয়েছে সোনু সুদকে। ভারতে অক্সিজেনের ঘাটতি মেটাতেও বিশেষ উদ্যোগ নিয়েছেন সোনু।