বীরভূমের রামপুরহাটে এক তৃণমূলকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়াল। নিত অশোক মণ্ডল (৫২) রামপুরহাট পুরসভার ঠিকাদার ছিলেন। ২ দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় বাড়ির কাছেই এক প্রাইমারি স্কুল থেকে। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, রামপুরহাট পুরসভার ঠিকাদার ছিলেন আশোকবাবু। রামপুরহাট হাই স্কুলের পরিচালন সমিতির সদস্যও ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন অশোকবাবু। চারিদিকে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পাওয়া যায়নি মোবাইল ফোনেও। এর পর রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের সদস্যরা।
এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অশোকবাবুর বাড়ির কাছেই পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে একটি বন্ধ প্রাইমারি স্কুলের ভিতরে খোঁজ মেলে তাঁর রক্তাক্ত দেহের। মৃতের ছেলের দাবি, বাবাকে খুন করে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা।
ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। কে বা কারা খুনে যুক্ত তা জানতে তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ। মৃত তৃণমূল কর্মী ভোট পরবর্তী হিংসার বলি কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।