ভারতে করোনার সেকেন্ড ওয়েভের সংক্রমণ ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করেছে। যা ক্রমশ গোটা বিশ্বের কাছেই চিন্তার কারণ হয়ে উঠেছে। মৃত্যু মিছিল আতঙ্কিত করছে সকলকেই। অক্সিজেনের অভাব, টিকার অভাব, ওষুধের অভাব আরও বিপর্যস্ত করে তুলেছে ভারতকে। এমন সময় স্টিভ স্মিথ, অ্যালান বর্ডার, মিচেল স্টার্কদের মতো বিশ্বখ্যাত অজি ক্রিকেটাররা পাশে দাঁড়ালেন ভারতের।
ইউনিসেফ অস্ট্রেলিয়া নামক একটি সংস্থার হয়ে ভারতের পাশে থাকার জন্য প্রচার করছেন এই ক্রিকেটাররা। ইউনিসেফ অস্ট্রেলিয়া এই মুহূর্তে ভারতে কাজ করছে। করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে হাত লাগিয়েছে তারাও। স্মিথরা ছাড়াও ইউনিসেফ অস্ট্রেলিয়ার হয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন কামিন্স, লি, অ্যালিসা হিলি, মাইকেল হাসি, জস হ্যাজেলউড, মার্নাস লাবুশানে এবং র্যাচেল হেন্স। ভারতের জন্য সব স্তরের মানুষের কাছেই সাহায্য চেয়েছেন তাঁরা।
উল্লেখ্য, এবছর করোনা আবহে দেশের মাটিতেই আইপিএল চলার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সর্বপ্রথম ভারতের সাহায্যে এগিয়ে আসেন। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স প্রায় ৩৬ লক্ষ ৮৪ হাজার টাকা দান করেন। এরপর অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি অক্সিজেন কেনার জন্য বিটকয়েন দান করেন ইউনিসেফ অস্ট্রেলিয়াকে।