তাঁর বাবার করোনা ধরা পড়ায় আইপিএলের ধারাভাষ্য ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরে যান ভারতের প্রাক্তন পেসার আর পি সিংহ। তবে শেষরক্ষা হল না। প্রয়াত হলেন তাঁর বাবা শিব প্রসাদ সিংহ। ভর্তি ছিলেন লখনউয়ের এক হাসপাতালে। কোভিডের দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত দেশ। প্রয়াত হচ্ছেন একের পর এক ক্রীড়া ব্যক্তিত্ব। অনেক ক্রীড়াবিদ হারাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যদেরও।
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রয়াত হন পীযূষ চাওলার বাবা। বাবাকে হারিয়েছেন রাজস্থান রয়্যালস ক্রিকেটার চেতন সাকারিয়া। মাকে হারিয়েছেন এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। কোভিডের সঙ্গে লড়াইয়ে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য বেদা কৃষ্ণমূর্তির মা ও দিদিকেও। বুধবারও খারাপ দিন ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। কিছুদিন আগেই পীযূষ চাওলার বাবার মৃত্যু সংবাদ শুনে টুইটারে শোক প্রকাশ করেন আর পি সিংহ। আর এবার নিজের বাবাকেই হারালেন তিনি।