উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে যেন বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্বভারতীর। মেলার মাঠে পাঁচিল তোলা থেকে শুরু করে গত এক দেড় বছরে একাধিক ঘটনায় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই বিশ্ববিদ্যালয়ের নাম। এবার সেখানের বক্তৃতামালার বিষয় নিয়ে জলঘোলা শুরু হল শিক্ষামহলে। বিশ্বভারতীতে প্রতিবছরই বক্তৃতামালা তথা লেকচার সিরিজ আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার তারমধ্যেই একটি বক্তৃতার বিষয় বিজেপি কেন বাংলার বিধানসভা ভোটে জিততে পারল না! এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলা হয়েছে, এই শীর্ষক বক্তৃতা দেবেন নীতি আয়োগের যুগ্ম পরামর্শদাতা অধ্যাপক কুমার। ভার্চুয়াল মাধ্যমে ওই বক্তৃতা দেবেন অধ্যাপক। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
স্বাভাবিক ভাবেই এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বভারতী যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেহেতু রাজ্যের এ ব্যাপারে কোনও এক্তিয়ার নেই। তবে তৃণমূল এ নিয়ে দলীয় ভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও দলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় বলছেন, দলনেত্রী তো কবেই বলেছিলেন, উপাচার্য আরএসএস-এর লোক। তাঁর নেতৃত্বেই রবীন্দ্রনাথের হাতে গড়া প্রতিষ্ঠানকে হিন্দুত্ববাদের ল্যাবেরটরি বানানোর চক্রান্ত চলছে। বামেদেরও একই বক্তব্য। সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর এক নেতা বলেন, বক্তৃতার বিষয় শুনে বোঝা যাচ্ছে না এটা কোনও বিশ্ববিদ্যালয়ের লেকচার সিরিজ নাকি বিজেপির রাজ্য কমিটির বৈঠকের অ্যাজেন্ডা।