মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া মন্ত্রিসভায় পরিবহণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। আর নতুন দফতরে প্রথম দিনেই পদক্ষেপ করে বোঝালেন ভোলেননি পুরনো দফতরের যন্ত্রণা। রাজ্যে ওভারলোডিং বন্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, ওভারলোডিংয়ে মোটা ফাইনের ব্যবস্থা করতে বলেছি দফতরের আধিকারিকদের।
মঙ্গলবার দফতরের দায়িত্ব নিয়েই পুরমন্ত্রী ফিরহাদ বলেন, “আমি আধিকারিকদের বলেছি। যে কোনও মূল্যে ওভারলোডিং বন্ধ করতে হবে। ওভারলোডিং করলে রাস্তা খারাপ হয়ে যায়। বাতাসে দূষণ বাড়ে।” তিনি জানান, ওভারলোডিং ধরতে বিভিন্ন জায়গায় ধরমকাঁটা বসাবে পরিবহণ দফতর। তাতে ওভারলোডিং ধরা পড়লে মোটা ফাইন দিতে হবে গাড়ির মালিককে। সেজন্য ফাইনের মাত্রা বাড়ানোরও নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, গোটা রাজ্যেই ওভারলোডিং অন্যতম সমস্যা। ওভারলোডিং করে চলে না এমন পণ্যবাহী গাড়ি খুঁজে পাওয়া ভার। ছোট-বড় সমস্ত গাড়ির বিরুদ্ধে একই অভিযোগ বিস্তর। কিন্তু কেন রোখা যাচ্ছে না ওভারলোডিং? বিশেষজ্ঞদের মতে, ওভারলোডিং করার জন্য সমস্ত পণ্যবাহী গাড়ির সঙ্গে স্থানীয় থানার রফা করা থাকে। মাসকাবারি টাকা দিলে টিকি ছুঁতে পারে না কেউ। আর সেই টাকার পরিমাণ ফাইনের তুলনায় অনেকটাই কম। ফাইনের মাত্রা বাড়িয়ে মন্ত্রীমশাই এই সমস্যার সমাধান কী করে করেন সেটাই দেখার।