প্রশাসনিক কাজে তাঁর ওপরে ভরসা রেখেই দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব হিসাবে সেই দায়িত্ব পালনে কোনও কসুর করেননি আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার ক্ষমতায় এসেই মুখ্যসচিব হিসাবে আলাপনের কার্যকালের মেয়াদ বাড়াতে চাইছে মমতা সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই এ জন্য দিল্লীর কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। এমনকী যুক্তি হিসাবে তুলে ধরা হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউ।
মুখ্যসচিব হিসেবে আলাপনবাবু যেহেতু প্রশাসনের শীর্ষস্তরে দায়িত্ব পালন করছেন, তিনি স্বপদে থাকলে নানা সিদ্ধান্ত ও সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হবে। জানা গিয়েছে, মুখ্যসচিবের অবসর নেওয়ার কথা মে মাসের শেষেই। কিন্তু মহামারি পরিস্থিতিতে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে আরও তিন মাস কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। তাই আবেদন জানানো হয়েছে দিল্লীর কাছে।