দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সঙ্কটময় পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে ধুঁকছে একের পর এক রাজ্য। দিল্লীতেও একটানা বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এমনকী রাজধানীতে চিতা জ্বালানোর জায়গা না পেয়ে লোকালয়েই তুলে আনতে হয়েছে শ্মশান। এই ঘোর সঙ্কটময় পরিস্থিতিতির মধ্যেও জোরকদমে রাজধানীতে চলছে প্রধানমন্ত্রীর নয়া বাসভবন, সংসদ ভবন নির্মাণের কাজ। প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্প দেশবাসীর ক্ষোভে ঘি ঢেলেছে। দেশের মানুষ যখন করোনার জেরে হাহাকার করছেন, তখন প্রধানমন্ত্রীর জন্য দিল্লীতে নয়া বাসভবন নির্মাণকে ভাল চোখে দেখছে না বিরোধীরা। এবার যেমন এ নিয়ে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। টুইট করে বললেন, দেশবাসীর প্রধানমন্ত্রীর বাসভবন নয়, অক্সিজেন চাই।
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মধ্যে রয়েছে নয়া ত্রিকোণ সংসদ ভবন, কেন্দ্রীয় মন্ত্রণালয়, রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিমি দীর্ঘ রাজপথের সৌন্দর্যায়ন এবং প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির নয়া বাসভবন। বর্তমান পরিস্থিতিতে এই প্রকল্পের কাজকে জরুরি পরিষেবার আওতায় রেখেছে কেন্দ্র। এ নিয়েই কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ। রবিবার তিনি টুইট করে রাজপথের বর্তমান ছবি এবং অক্সিজেনের জন্য লাইনে দাঁড়ানো মানুষের ছবি পোস্ট করেন। আর লেখেন, দেশবাসীর অক্সিজেন চাই, প্রধানমন্ত্রীর বাসভবন নয়। রাহুল এবং কংগ্রেস দল অনেক দিন ধরেই করোনা পরিস্থিতির মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজকে সরিয়ে রেখে দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার দাবি জানিয়ে আসছে।