এবার বাড়িতে বসেই মিলবে বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ। মহানগরের বাসিন্দাদের জন্য শনিবার এই ঘোষণা করলেন কলকাতা পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফিরহাদ হাকিম। নতুন এই প্রকল্পে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরই কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড ফের সচল হয়েছে। দায়িত্ব ফিরে পেয়েই কোভিডের মোকাবিলায় নেমেছেন প্রাক্তন মেয়র। শনিবার সংবাদমাধ্যমের উপস্থিতিতেই একটি হেল্পলাইন নম্বর চালু করেন তিনি। যাঁরা করোনা পরীক্ষা করাতে চান তাঁদের পুরসভার আধিকারিক অমিতাভ চক্রবর্তীকে জানাতে হবে। ৯৮৩১০৩৬৫৭২ নম্বরে ফোন করে নাম, ঠিকানা জানাতে হবে। এর পরেই পুরসভার কর্মীরা নমুনা সংগ্রহ করতে যাবেন। এর জন্য কোনও খরচ করতে হবে না।
উল্লেখ্য, শুধু নমুনা পরীক্ষাই নয়, কারও রিপোর্ট পজিটিভ হলেও পুরসভা সংশ্লিষ্ট রোগীর পাশে থাকবে বলে জানিয়েছেন ফিরহাদ। সেফ হাউজ ও কোয়রান্টিনের ব্যবস্থা পুরসভাই করবে। মূলত পুরসভার হাতে থাকা কমিউনিটি হলগুলিকেই এর জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। কোনও ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগও নেবে পুরসভা। মৃদু উপসর্গ থাকা রোগীদের পাঠানো হবে সেফ হাউজ কিংবা কোয়েরান্টাইন সেন্টারে। রোগীদের যাতে বাড়ির কাছাকাছি কেন্দ্রে রাখা যায় সে দিকেও নজর রাখা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।