করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল পুরো দেশ। দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য এন ৯৫ মাস্ক কিনে বিতরণ করার কথা ঘোষণা করলেন ‘অ্যাশ’। প্রসঙ্গত, নেটমাধ্যমে বারবার সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন তিনি। শুক্রবার আবারও টুইটারে ভারতের তারকা অফস্পিনার লেখেন, “আমার অনুরোধ সকলে কোভিডের টিকা নিন। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন এবং একসঙ্গে দুটো মাস্ক ব্যবহার করুন। তবে কাপড়ের মাস্ক নয়। এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হলে টিকা নিতেই হবে।”
এরপর এই টুইটের জবাবে একজন লেখেন, “এন ৯৫ মাস্ক অনেক দামী।” তার উত্তরে ভারতের অফস্পিনার লেখেন, “এই মাস্ক ধুয়ে আবার ব্যবহার করা যায়। তবে যাঁরা পয়সার অভাবে কিনতে পারছেন না তাঁদের আমি এই মাস্ক পৌঁছে দেব। তবে আমাকে জানাবেন কীভাবে আপনার কাছে এই মাস্ক পৌঁছে দেওয়া সম্ভব।” আরও একজন লেখেন, “দ্বিতীয় ডোজের টিকা পাওয়া যাচ্ছে না।” তার উত্তরে অশ্বিন লেখেন, “আমাদের দেশে প্রচুর মানুষ বসবাস করেন। তাই আপনাকে একটু অপেক্ষা করতেই হবে। ততদিন নিজের খেয়াল রাখুন আর নিরাপদে থাকুন।”