করোনা পরিস্থিতিতে এবার বড়সড় পদক্ষেপ করল মমতা সরকার। কোভিড টিকাকরণের তৃতীয় পর্যায়ের পলিসি বাতিলের দাবি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল মমতা সরকার। পরিবর্তে অভিন্ন টিকা নীতি বাস্তবায়িত করার আর্জি জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ভ্যাকসিনের ঘাটতি দেখা যাচ্ছে। দেরি না করে বিনামূল্যে যাতে সকলে ভ্যাকসিন পেতে পারেন, সে ব্যাপারে আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, করোনা আবহে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আরও অক্সিজেনের প্রয়োজন, এই মর্মে এবার মোদীকে চিঠি লিখলেন মমতা। চিঠিতে মমতা লিখেছেন, ‘বাংলায় করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বাড়ছে। বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে, তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। যেখানে বাংলায় রোজ ৫৮০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে মাত্র ৩০৮ মেট্রিক টন অক্সিজেন মিলছে।’
এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি লিখেছিলেন মমতা। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লিখেছিলেন, বিনামূল্যে সবাইকে টিকা দিতে হবে। এজন্য টিকার জোগান বাড়ানোর কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা এও লিখেছেন, ‘২৪ ফেব্রুয়ারি টিকা কিনতে চেয়ে চিঠি দিয়েছিলাম। বিনামূল্যে রাজ্যবাসীর জন্য টিকাকরণ শুরু করতে চেয়েছিলান। কিন্তু, কোনও সাড়া পায়নি। হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ, টিকার ঘাটতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তাই ফের লিখছি।’ পাশাপাশি রেমডেসিভির, টোসিলিজুমারের মতো ওষুধের জোগান বাড়ানোর বিষয়েও চিঠিতে আলোকপাত করেছিলেন।