হঠাতই অসুস্থ অভিনেত্রী সন্ধ্যা রায়। জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় শুক্রবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনার উপসর্গ থাকায় অভিনেত্রীকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তিনি করোনা আক্রান্ত কিনা তা জানতে তাঁর নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপসর্গ মেনেই শুরু হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত তাঁর শরীরে যে উপসর্গগুলি রয়েছে সেই মোতাবেক চিকিৎসা চালানো হবে। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, ৫০-এর দশকে অভিনয়ের জগতে পা রাখেন সন্ধ্যা রায়। রাজেন তরফদারের ‘অন্তরীক্ষ’ তাঁর প্রথম ছবি। এরপর ‘দাদার কীর্তি’, ‘ছোট বউ’, ‘আলোর পিপাসা’, ‘ফুলেশ্বরী’-র মতো ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। ‘গঙ্গা’, ‘মায়ামৃগ’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘আরোগ্য নিকেতন’, ‘ঠগিনী’-র মতো ছবিতে তাঁর অভিনয় চিরস্মরণীয়। ‘বাবা তারকনাথ’ অভিনেত্রীকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। সেই জনপ্রিয়তার জোরেই ২০১৪-য় তৃণমূলের টিকিটে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়ে জয়ী হয়েছিলেল। তবে ২০১৯ সালে ভোট ময়দানে দেখা যায়নি তাঁকে। বয়সজনিত কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যায়।