নির্বাচন পরবর্তী হিংসায় ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সন্ত্রাসের ঘটনার তদন্ত করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠন করা চার সদস্যের তদন্তকারী একটি দল। সন্ত্রাস বন্ধের কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে দলনেত্রীর দেখানো পথেই এলাকায় শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দিলেন ভাতারে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মানগোবিন্দ অধিকারী।
নিজের এলাকায় রাজনৈতিক হিংসার জেরে যদি একটা খুনও হয়ে যায়, তাতে আদতে তাঁর গায়েই দাগ লাগবে, জানান মানগোবিন্দ। তাঁর কথায়, “আমি আমার গায়ে দাগ লাগতে দিতে চাই না। একটা খুনের জন্য আমার গায়ে কলঙ্ক লাগতে পারে। তাই দলের কর্মীদের বলব, কোথাও যেন অশান্তি না হয়।”
উল্লেখ্য, নিজের এলাকায় ‘মানুদা’ নামেই পরিচিত ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। এ বার ভাতার বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে প্রায় ৩২ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন প্রবীণ প্রার্থী। ভোটে জয়লাভের জন্য তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ভাতার বাজারের কাছে তৃণমূলের ব্লক কার্যালয়ে। সেখানে তাঁর দাবি, নিজের এলাকায় কোনওরকম অশান্তির ঘটনা ঘটেনি। তাঁর বার্তা মেনেই কাজ করেছেন দলীয় কর্মীরা।