নির্বাচন পরবর্তী সময়ে তুফানগঞ্জে রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ-১ ব্লকের চিলাখানা-১ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকালে ভুট্টা খেত থেকে ওই কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। একইসঙ্গে ওই রাতে আরও একজন তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। কোচবিহারে তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শাহানুর রহমান (৩২)। তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। গুরুতর জখম অপর তৃণমূল কর্মীর নাম প্রসেনজিৎ সাহা। দু’জনেরই বাড়ি চিলাখানা হাইস্কুলের পাশে। এদিন কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার কুমার সানিরাজ গ্রামে এসে ঘটনার তদন্ত করে যান। অভিযোগ, এদিন সকালে উত্তেজিত কিছু যুবক এলাকার বেশ কয়েকটি বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায়। বাড়ি থেকে একটি মোটর বাইক বের করে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ে এসে জ্বালিয়ে দেয়। তুফানগঞ্জের এসডিপিও জ্যামইয়ং জিম্বা বলেন, “একটি খুনের ঘটনা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।” এ বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “দোষীদের দ্রুত গ্রেপ্তার করার আবেদন আমরা পুলিশের কাছে রেখেছি।”