বুধবার বিকেলের পরে কলকাতা শহর-সহ বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল এমনই। বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে দিকে তাপমাত্রা খানিক কম থাকলেও, বেলা বাড়তেই তা স্বাভাবিক কারণেই বৃদ্ধি পয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের থেকে ২ ডিগ্রি কম। প্রসঙ্গত, পঞ্জাব থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরেই বাংলায় এই বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৯ই মে পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ৮ই মে-র মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন দেশের কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলা হয়েছে পূর্বাভাসে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে কিংবা ৩০-৪০ কিমি বেংগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।