আজ বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। যেখানে সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। সেখানে সংযুক্ত মোর্চা যেন প্রায় নীরব দর্শক। আজ সর্বমোট ২৯২টি আসনে ভোটগণনা হচ্ছে। বাকি ২টি আসনের প্রার্থীর মৃত্যুর জেরে সেখানে ভোট হয়নি। কোভিডবিধি মেনে, প্রত্যেক গণনাকর্মী, রাজনৈতিক দলের এজেন্টদের স্বাস্থ্যপরীক্ষা করে তবেই কেন্দ্রে প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় জেলার প্রশাসনিক ভবনগুলিতে শুরু হয়েছে ভোটের গণনা। মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
যেখানে বেশ কয়েকটি রাউন্ড শেষে উত্তরপাড়ায় অভিনেতা তথা তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক এগিয়ে রয়েছেন। প্রায় ৫৫০ ভোটে তিনি পেছনে ফেলেছেন বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে। অন্যদিকে, কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খানও এগিয়ে রয়েছেন ২৭ হাজার ভোটে। কামারহাটি কেন্দ্রে বিজেপি ও সিপিএম-কে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন তৃণমূলের মদন মিত্রও। ব্যারাকপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। এদিকে, দক্ষিণ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো কেন্দ্রে এবার দাঁড়িয়েছেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ১০,৪০০ ভোটে পেছনে ফেলেছেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে।