ভোট–গণনার ঠিক আগের দিন তাজা বোমা–সহ গ্রেফতার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নেতা। বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। হাড়োয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। অভিযোগ, ধৃত নেতার কাছ থেকে বোমা পাওয়া গিয়েছে। যদিও পাল্টা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব মিথ্যা মামলায় ফাঁসিয়ে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে এলাকায় পুলিশ টহল দেওয়ার সময় দেখা যায় ৩৫ বছরের শেখ মইদুল চারটি তাজা বোমা মজুত করে রেখেছে। আর সঙ্গে আরও কিছু আইএসএফ কর্মী রয়েছে সেখানে। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে চারটি তাজা বোমা–সহ হাতেনাতে গ্রেফতার হয় আইএসএফ কর্মীকে।
হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মজমপুর গ্রাম। মিনাখাঁ বিধানসভার মধ্যে পড়ে এই এলাকা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি খতিয়ে দেখছে ঠিক গণনার আগের দিন এই ধরনের বোমা কোথা থেকে এলো? কেন এলো? কী উদ্দেশ্যে ছিল? নাকি বোমা তৈরি করা হচ্ছিল সেখানে। সবটাই তদন্ত করে দেখছে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থানার পুলিশের অনুমান, এই ঘটনায় আরও আইএসএফ কর্মী–সমর্থক জড়িত থাকতে পারেন।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেখ হাফিজ আহমেদ বলেন, ‘ভোট-গণনার আগে অশান্তি পাকানোর জন্য বোমা মজুত করা হচ্ছিল। ওদের আরও যে সব কর্মী আছে, তাদের বাড়ি তল্লাশি চালালে আগ্নেয়াস্ত্র, বোমা পেতে পারে পুলিশ। আইএসএফ জিততে পারবে না। তাই এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে।’ এছাড়াও ৫ জন আইএসএফ কর্মীর বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাড়োয়া তৃণমূল।