দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বাংলাতেও একই পরিস্থিতি। এমতাবস্থায়, চিকিৎসার সুব্যবস্থা পাওয়ার আশায় ছোটাছুটি করছেন রাজ্যবাসী। অতিমারীকে তীব্ৰ টক্কর দিতে ইতিমধ্যেই রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে আরও বেশি শক্তিশালী করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো থেকে অক্সিজেন প্ল্যান্ট বসানো, যেকোনমূল্যে ভ্যাক্সিন, ওষুধ সংগ্রহ করা কোন কিছুতেই ত্রুটি রাখছে না পশ্চিমবঙ্গ সরকার।
কিন্তু তবুও হাসপাতাল খালি শয্যা, অক্সিজেন, অ্যাম্বুলেন্সের সন্ধান পেতে নাকানি চোবানি খাচ্ছেন রাজ্যবাসী। এবার এই সমস্যার সমাধানও নিয়ে এল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম নামক একটি পোর্টাল নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার। কল, অনলাইন, হোয়াটস্যাপ বিভিন্ন মাধ্যমে সরকারি, বেসরকারি সব কোভিড হাসপাতাল, খালি শয্যা, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সব কিছুর তথ্য পাওয়া যাবে এই পোর্টাল থেকে। চাইলে ট্র্যাক করাও যেতে পারে।
ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালটির কথা টুইট করে জানান সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এছাড়াও, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী লিংকটি টুইট করেন।