পরিবারের অনেকে করোনায় আক্রান্ত হওয়ায় সম্প্রতি আইপিএল থেকে সরে এসেছেন দিল্লী ক্যাপিটালসের তারকা বলার রবিচন্দ্রন অশ্বিন। শুধুই এই নামি অফস্পিনার নয়, করোনা আতঙ্কে অনেক ক্রিকেটারই এবছর আইপিএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। তেমনই এবার আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন আম্পায়ার নীতীন মেনন। ভারতীয় এই আম্পায়ারের মা এবং স্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ার পল রিফেলও নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার পরেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “মেননের বাড়িতে একটি শিশু রয়েছে। এদিকে, করোনা আক্রান্ত হওয়ায় মেননের মা এবং স্ত্রী-র পক্ষে সেই শিশুটির দেখভাল করা সম্ভব হচ্ছে না। তাই ফিরে যেতে হচ্ছে মেননকে।
এদিকে, রিফেল জানিয়েছেন বাড়ি ফিরতে পারবেন না ভেবে ওঁর ভয় করছে। যেহেতু অস্ট্রেলিয়া ভারতের সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে তাই এমন সিদ্ধান্ত রিফেলের। তবে এই ২ জনের পরিবর্ত বেছে নিয়েছে বিসিসিআই।” উল্লেখ্য, মেনন আইসিসি-র এলিট প্যানেলের আম্পায়ার। ভারত এবং ইংল্যান্ড সিরিজে তাঁর অভিষেক ঘটেছে।