দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তার জেরে রোজই রেকর্ড হারে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। পর্যাপ্ত ভেড, অক্সিজেন ও ওষুধের অভাবে লম্বা হচ্ছে মৃত্যু মিছিলও। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘের সাহায্যের প্রস্তাব ফেরাল মোদী সরকার। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মহামারী মোকাবিলায় ভারতের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেইরেসের মুখপাত্র ফারান হক এ কথা জানিয়েছেন।
সংবাদসংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাপ্লাই চেইনের মাধ্যমে ভারতে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু, ভারত আমাদের বলেছে, মহামারী মোকাবিলা করার মতো তাদের যথাযথ ব্যবস্থা রয়েছে। স্বাভাবিকভাবেই দেশে যেখানে রোজই ভয়াবহ আকার নিচ্ছে করোনা পরিস্থিতি। অক্সিজেন, রেমডিসিভিয়ারের আকালে হাহাকার পড়ে গিয়েছে চতুর্দিকে। তখন মোদী সরকারের তরফে রাষ্ট্রসঙ্ঘের সাহায্যের প্রস্তাব ফেরানোর সিদ্ধান্ত যে একপ্রকার জেনে শুনে বিষপানের সামিল, তা বলাই বাহুল্য।