প্রথমে তিনি জানিয়েছিলেন, আগামী ২মে ভোট গণনার ঠিক আগের দিন, অর্থাৎ শনিবার দুপুরে দলীয় প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক করবেন। কিন্তু আজ, বৃহস্পতিবার অষ্টম দফার ভোটগ্রহণ চলার মাঝেই বৈঠকের দিনক্ষণ বদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ১ মে-র বদলে ৩০ এপ্রিল, শুক্রবার বেলা তিনটে নাগাদ ওই বৈঠক হবে। ইতিমধ্যে দলের সমস্ত প্রার্থীদের কাছে বৈঠকের দিন ও সময় বদলের বার্তা পৌঁছে গিয়েছে। তাঁদের পাশাপাশি সেই বৈঠকে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
ভার্চুয়ালি ওই বৈঠকে তৃণমূলের ২৮৮ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে গণনা প্রসঙ্গে আলোচনা করতে পারেন মমতা। ২০১১ বা ২০১৬ সালে বিধানসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এবং গণনার আগে তৃণমূলনেত্রী এমন কোনও বৈঠক করেননি। তবে আগামীকালের বৈঠকে গণনা নিয়ে দলকে মমতা কী নির্দেশ দেন, সে দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। উল্লেখ্য, এ বারের ভোটে ২৯১ জন তৃণমূল প্রার্থী লড়াই করছেন। কিন্তু জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গিয়েছেন। তাই, দলের বাকি ২৮৯ জন প্রার্থীর ওই ভার্চুয়াল বৈঠকে হাজির থাকার কথা।
এ বারের বিধানসভা ভোটে করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই গণনার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। আজ সেই বিষয়টি নিয়েই সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল কলকাতার নির্বাচন কমিশনের দফতরে গিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে এসেছে। সংক্রমণের কথা মাথায় রেখে গণনাকেন্দ্রে টেবিলের সংখ্যা এক রেখে ঘরের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই মনে করা হচ্ছে শুক্রবারের বৈঠকে নতুন নিয়ম প্রসঙ্গেই কোনো জরুরি বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।