করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। আর তার জেরে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। হাহাকার পড়ে গিয়েছে অক্সিজেনের জন্য। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী নেতা বা মুখ্যমন্ত্রীরা যখন রাজ্যে অক্সিজেন অপ্রতুলতার অভিযোগ তুলেছেন, গোটা দেশ অক্সিজেনের অভাবে ধুঁকছে, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুক ফুলিয়ে ঘোষণা করেছেন তাঁর রাজ্যে অক্সিজেনের কোনও ঘাটতি নেই। কিন্তু সেখানে মানুষের অসহায়তা কোন পর্যায়ে পৌঁছেছে তা ফের স্পষ্ট হয়ে উঠল এক ভাইরাল ভিডিওয়। আগ্রার এক বেসরকারি হাসপাতালে পুলিশের কাছে আরজি জানাতে দেখা গেল এক যুবককে। তাঁর মা কোভিড আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভরতি। এই অবস্থায় হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া পুলিশের কাছে তাঁর আকুতি, এই ভাবে সিলিন্ডার নিয়ে চলে গেলে তাঁর মায়ের চিকিৎসা কী করে হবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যাচ্ছে, পিপিই পরিহিত এক যুবক হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সের সামনে দাঁড়িয়ে আছেন। দেখা যাচ্ছে, হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার তোলা হচ্ছে তাতে। সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন পুলিশকর্মীরা। ওই পুলিশকর্মীদের সঙ্গে কথা বলতে বলতেই ভেঙে পড়েন যুবকটি। তাঁকে হাঁটি গেড়ে করুণ আর্তি জানাতে দেখা যায়। তিনি বলতে থাকেন, ‘প্লিজ স্যার, আমি কোথা থেকে সিলিন্ডার পাব? আমি এখানে মা’কে নিয়ে এসেছি। সবাইকে বলেছি মা’কে ঠিক ফিরিয়ে নিয়ে যাব।’ দেখা যায় যুবকের কথায় পাত্তা না দিয়ে নিজেদের কাজ করে যাচ্ছেন পুলিশকর্মীরা।