চড়ছে পারদ। বৈশাখের শুরু থেকেই তীব্র দাবদাহে বিপর্যস্ত বঙ্গবাসী। হাঁসফাঁস করা গরমের সঙ্গেই পাল্লা দিয়ে রয়েছে আর্দ্রতা। যার জেরে চরম অস্বস্তির মধ্যে রয়েছে বাংলাবাসী। কিছু জেলাতে দু-এক পশলা বৃষ্টি হলেও ব্রাত্য থেকেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে আজ কিছুটা হলেরও স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস।
বৃহস্পতিবার বিকেলে একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মূলত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। তবে আজও ব্রাত্য থাকবে কলকাতা ও শহরতলি। সন্ধ্যের পর ঝোড়ো হাওয়ার জেরে রাতের দিকে কিছুটা স্বস্তি মিলবে বঙ্গবাসীর।
উল্লেখ্য, শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কালবৈশাখীর দাপট থাকবে ওই জেলাগুলিতে। ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতায় সেরকম কোনও বৃষ্টি কিংবা কালবৈশাখীর সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস-এর কাছকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, যার জন্য অস্বস্তি বাড়বে আমজনতার। কিছুদিন আগেই রাতের দিকে কালবৈশাখীর প্রভাবে কিছুটা হলেও স্বস্তি মেলে শহরবাসীর। আপাতত কিছুদিন এই পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।