আজ, বৃহস্পতিবার রাজ্যে চলছে অষ্টম তথা শেষ দফার নির্বাচন। তবে এরই মধ্যে জানা গেল ভোট চলাকালীন সদলবলে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছেন সিআরপিএফ-এর আইজি এসকে মোহান্তি৷ এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, কর্তব্যরত অবস্থায় কী ভাবে উনি মন্দিরে পুজো দিলেন? এদিকে, ঘটনার কথা প্রকাশ্যে আসতে ইতিমধ্যেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, অষ্টম দফার ভোটে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে এস কে মোহান্তিকে। কিন্তু কর্তব্য পালনের ফাঁকেই সদলবদলে তারাপীঠে পুজো দিতে চলে যান তিনি। ঠিক যেন রথ দেখতে গিয়ে কলা বেচা। তবে বীরভূমের মতো স্পর্শকাতর জেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফের আইজিই যদি কাজের সময়ে গাফিলতি করেন, তাহলে কী করে চলবে! এদিকে, উর্দি পরিহিত অবস্থাতেই তাঁর তারাপীঠে রীতিমতো ডালা নিয়ে পুজো দেওয়ার ছবিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ছিলেন বাহিনীর জওয়ানরা। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।