উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সোশ্যাল মিডিয়ায় কার্যত তুলোধোনা করলেন টলি-অভিনেত্রী শ্রীলেখা মিত্র। “এই লোকটাকে বাংলায় ঢুকতে দেওয়া বন্ধ করা হোক।” যোগী আদিত্যনাথ প্রসঙ্গে এভাবেই বিস্ফোরণ ঘটালেন শ্রীলেখা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাগলেন ‘আপদ’ আখ্যাও। বাংলা সিনে-ইন্ডাস্ট্রির বাম মনোভাবাপন্ন অভিনেত্রী বিজেপি-তৃণমূল উভয় শিবিরেরই কঠোর সমালোচনা করেন। এবার তাঁর বাক্যবাণ ছুটল বর্তমান ভারতীয় জনতা পার্টির অন্যতম স্তম্ভ যোগীর উদ্দেশে। একেবারে কড়া ভাষাতেই তাঁকে কটাক্ষ করলেন শ্রীলেখা।
দেশজুড়ে ক্রমশই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭জন। মৃত্যুর নিরিখেও ভেঙেছে রেকর্ড। কোথাও অক্সিজেন সিলিন্ডারের অভাব তো আবার কোথাও বা হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় যোগীর রাজ্যেও দিন কয়েক আগে অক্সিজেনের অভাবে ৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেছে। তবে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ আবার তা মানতে নারাজ। তাঁর কথায়, সংশ্লিষ্ট রাজ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে।
উপরন্তু, উত্তরপ্রদেশের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর মরণাপন্ন বাবার জন্য অক্সিজেন চেয়ে যোগী প্রশাসনের রোষানলে পড়েছেন। এমনকী, ওই ব্যক্তিকে ভুয়ো খবর রটানোর অভিযোগে গ্রেপ্তার অবধি করা হয়েছে। তা, যাঁর নিজের রাজ্যে এমন অচলায়তন পরিস্থিতি, সেই মুখ্যমন্ত্রী-ই কিনা একুশের বিধানসভা ভোট উপলক্ষে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন পশ্চিমবঙ্গে এসে! এতই বেজায় ক্ষুব্ধ শ্রীলেখা মিত্র। অতঃপর ফেসবুকে যোগীকে তুলোধোনা করতে পিছপা হননি পরিচালক-অভিনেত্রী। সপাট মন্তব্য করে আদিত্যনাথের বাংলায় প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি। শ্রীলেখার পোস্টে দেখার মতোই নেটিজেনদের প্রতিক্রিয়া।