ফের ভোট-ময়দানে পড়ল করোনার ছায়া। এবার কোভিড সংক্রামিত হলেন মধ্যমগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রথীন ঘোষ। এদিন তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। ইতিমধ্যেই তাঁর কোভিডের দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছে। সংক্রমণের পর বেশ কিছু উপসর্গ রয়েছে তাঁর। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২১শে এপ্রিল রথীন ঘোষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সম্পন্ন করেন। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাঁর জ্বর এসেছিল। সেই সঙ্গে শরীরে ছিল একাধিক উপসর্গও। এরপরই গত সোমবার তিনি করোনা পরীক্ষা করান। আজ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে ওই তৃণমূল প্রার্থী হোম আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শও নিয়েছেন।
অন্যদিকে, দক্ষিণ দমদমের ৩১ নম্বর ওয়ার্ডের পল্লিশ্রী এলাকার বাসিন্দা এক করোনা আক্রান্ত মহিলার মৃত্যু হয় অক্সিজেনের অভাবে। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ৬৪ বছরের সুমতি ধর। চিকিৎসকের নির্দেশে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, শুরু হয় শ্বাসকষ্ট। বহু খুঁজেও অক্সিজেন পাননি পরিবারের সদস্যরা। এরপরই ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়িতেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত্যুর পর মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতেও হয়রানির শিকার হতে হয় পরিবারকে। বেশ কয়েক ঘণ্টা হয়ে গেলেও বাড়িতে পড়ে ছিল মৃতদেহ। করোনা আক্রান্তের দেহ এ ভাবে পড়ে থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ে এলাকায়।
