করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এল শ্রী সিমেন্ট সংস্থা। তাদের অক্সিজেন তৈরির যে কারখানাগুলি আছে তাঁর পুরোটাই কোভিডে আক্রান্ত রোগীদের সাহায্যে কাজে লাগাচ্ছে তারা। দেশে বাড়তে থাকা অক্সিজেনের সঙ্কট নিয়ে উদ্বিগ্ন শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। তাদের রাজস্থান, কর্নাটক, বিহার, ওড়িশা ও ছত্তিশগড়ের কারখানাগুলিতে পুরো দমে অক্সিজেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, শুধু নতুন ভাবে অক্সিজেন তৈরি করা নয়, বিনামূল্যে সিলিন্ডারে অক্সিজেন ভরে দেওয়ার কাজ চলছে পুরোদমে। শ্রী সিমেন্টের তরফ থেকে বিবৃতি দিয়ে জানান হয়েছে, “অক্সিজেনের ঘাটতি মেটাতে গোটা ভারতের বিভিন্ন হাসপাতালে আমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছি। রাজস্থান, কর্নাটক, বিহার, ওড়িশা ও ছত্তিসগড়ের কারখানাগুলিতে এই অক্সিজেন তৈরি করা হচ্ছে। এছাড়াও বিনামূল্যে খালি সিলিন্ডারে অক্সিজেন ভরে দেওয়া হচ্ছে।”
গত মরসুমেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করেছে শ্রী সিমেন্ট। মঙ্গলবার টুইটারে এই খবর প্রকাশ করে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল। গত বছরেও রাজস্থানের পালি জেলার এক হাসপাতালে কোভিড ওয়ার্ড তৈরি করে দিয়েছিল শ্রী সিমেন্ট।