বৃহস্পতিবার বাংলার অষ্টম তথা শেষ দফার নির্বাচন। পাশাপাশি দেশজুড়ে বাড়ছে করোনার প্রকোপ। এই আবহে আজ আবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। মাদ্রাজ হাইকোর্টের সুরে সুর মিলিয়ে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে করোনা মহামারীর ‘সুপার স্প্রেডার’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
বুধবার তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করে সাংসদ সৌগত রায় বলেন, “আমরা আট দফার নির্বাচনের বার বার বিরোধিতা করেছিলাম। কিন্তু শোনেনি নির্বাচন কমিশন। ১০ই মার্চ যেখানে রাজ্যে অ্যাকটিভ কোভিড কেস তিন হাজারের কিছু বেশি ছিল, এখন সাত দফার নির্বাচনের পর তা এক লক্ষেরও বেশি।”
এরপর প্রবল ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “গত ১৯ তারিখেও আমরা কমিশনের কার্যালয়ে গিয়ে শেষ তিন দফার নির্বাচন একসাথে করার আর্জি জানিয়ে এসেছিলাম। কমিশন আমল দেয়নি। শেষ দুই দফার ভোটে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে কমিশন। রাজ্যে করোনার সংক্রমণের জন্যে সম্পূর্ণভাবে দায়ী ভারত সরকার এবং নির্বাচন কমিশন।”