ভারতে গত কয়েক সপ্তাহে অত্যাধিক হারে বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ। তাই দেশের আক্রান্তদের জন্য যাতে ভারতের হাসপাতালগুলি অক্সিজেন কিনতে পারে, সেই হেতু ৫০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা) দিয়েছিলেন কেকেআর তথা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্যাট কামিন্স। এবার এই তারকা পেসারের দেখানো পথে হাঁটলেন আরেক অজি ক্রিকেটার ব্রেট লি। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন জোরে বোলার ১ বিট কয়েন দান করলেন। ভারতীয় মুদ্রায় যা ৪০ লক্ষ ৯৫ হাজার ৯৯১ টাকা।
গতকাল টুইটারে এই অনুদানের কথা জানিয়ে লি লেখেন, “ভারত সবসময়ই আমার দ্বিতীয় বাড়ি। খেলার সময় এবং খেলা ছাড়ার পরেও এই দেশের মানুষের কাছ থেকে আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছি, সেটা সব সময় আমার হৃদয়ে থাকবে। এই অতিমারির সময়ে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছেন, তাতে আমি মর্মাহত। এখন আমাদের একজোট হতে হবে। যতটা সম্ভব মানুষের পাশে থাকতে হবে।”
পাশাপাশি, সর্বপ্রথম কামিন্স এভাবে এগিয়ে আসায় তাঁকে ধন্যবাওদ জানিয়েছেন ব্রেট লি। তিনি লিখেছেন, “গতকাল তুমি অসাধারণ উদ্যোগ নিয়েছো”। এরপর সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, “দয়া করে সবাই নিয়মিত হাত পরিষ্কার করুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না।” ক্রিকেট ছাড়ার পরেও যেভাবে ভারতের সাহায্যার্থে এগিয়ে এলেন এই প্রাক্তন অজি তারকা, তাতে খুশি হয়েছেন নেটিজেনরাও।