আগামী ৫ মে থেকে রাজ্যে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের করোনা টিকাকরণ শুরু হবে। তার আগে আজ বিকেল থেকে এই টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তকরণ করা শুরু হচ্ছে। তবে এই ভ্যাকসিন গ্রহণ নিয়ে বাংলার মানুষের উদ্বেগের কোনও কারণ নেই। সমস্ত সাহায্য করবে রাজ্য সরকার। এদিন রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে এমনটাই জানানো হল স্বাস্থ্য দফতরের তরফ থেকে।
প্রশাসন থেকে জানান হয়েছে, যাঁরা বেসরকারি হাসপাতাল থেকে প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছেন, তারা যাতে দ্বিতীয় ডোজ ঠিক সময়ে নিতে পারেন, সেদিকে নজর দেবে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালকে সাহায্য করবে সরকার। প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালে টিকাকরণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু। বিপুল পরিমাণে প্রয়োজন টিকা। কিন্তু সেই বিপুল টিকা মজুতের পরিকাঠামো নেই। সরকারের সহযোগিতা না পেলে টিকাকরণ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে নয় বলে জানিয়ে দিয়েছে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল।