গতকাল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাত্র ১ রানে পরাজয় হয়েছে ঋষভ পন্থের দিল্লী ক্যাপিটালসের। যার ফলে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন ঋষভ। ম্যাচের পর দিল্লী অধিনায়ক বলেন, ‘‘আমরা হতাশ। ওরা এই উইকেটে ১০-১৫ রান বেশি করেছিল। তবে হেটমায়ার ভাল খেলায় লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। তবুও শেষরক্ষা হল না।’’
শেষদিকে ব্যাঙ্গালোর বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেও, লক্ষ্য থেকে এক কদম দূরেই ইনিংস শেষ করতে হয় পন্থদের। ঋষভ বলেন, ‘‘যখন আমাদের ১৪ অথবা ১৬ রান বাকি ছিল তখন থেকেই আমরা চালিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক করেছিলাম বিপক্ষের তরফ থেকে বল যেমনই আসুক না কেন, আমরা চালিয়ে খেলব।’’ এদিকে, ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে পৌঁছে গেল বিরাট কোহলির ব্যাঙ্গালোর।
পাশাপাশি আহমেদাবাদের পিচ থেকে স্পিনাররা সহায়তা পাননি বলেও দাবি করেন পন্থ। তিনি বলেন, ‘‘আমাদের স্পিনাররা একেবারেই সাহায্য পায়নি। সেই কারণেই শেষ ওভারে মার্কাস স্টোইনিসকে বল দিতে বাধ্য হই। সব ম্যাচ থেকেই আমরা ইতিবাচক দিক নিজেদের সামনে তুলে ধরতে চাই। আমাদের দল তরুণদের নিয়ে গড়া। তাই আমরা প্রত্যেকদিন নিজেদের উন্নত করতে চাই।’’