সাতসকালে ভূমিকম্পে কেঁপে মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন উত্তরবঙ্গের বাসিন্দরা। ঘুম চোখে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয়।
বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে শোনিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। তার পরে ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এ ছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
সাতসকালে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বলে খবর। বেশ কয়েকটি বাড়ি ও রাস্তাতেও ফাটল ধরেছে অনেক জায়গায়। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা জায়নি।
আবহাওয়াবিদ সুজীব কর জানান, ইয়োসিন হিঞ্জরেখা বরাবর হওয়ায় কম্পনের প্রভাব পড়েছে কলকাতায়। যদিও যে এলাকা জুড়ে ভূমিকম্প হল তা দুর্বল। গরমের দাবদাহে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে উত্তর ভারতে। এদিকে উত্তর-পূর্বে বৃষ্টিপাত হওয়ায় চ্যুতিরেখা বরাবর উষ্ণতার ব্যাপক তারতম্য হয়। আর এই কারণেই ভূমিকম্প বলে জানালেন তিনি। হিঞ্জরেখার উপরেই অবস্থিত কলকাতা। হিঞ্জরেখা বরাবর কম্পন আগামীতেও হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে বলে জানান তিনি।