দেশে করোনা দ্বিতীয় ঢেউতে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রেরই। প্রতিদিনই সেখানে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। কিন্তু বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না উদ্ধব রাজ্যের। অতিমারি মোকাবিলায় যখন নাজেহাল অবস্থা সরকারের, তখন গোদের ওপর বিষফোঁড়ার মতো হাজির একের পর এক দুর্ঘটনা। যা রীতিমতো নাস্তানাবুদ করছে প্রশাসনকে। নাসিকে অক্সিজেন লিক এবং পালঘরের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের পর এবার ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল থানের হাসপাতালে। মঙ্গলবার মাঝরাতে আগুন লেগে যায় ওই বেসরকারি হাসপাতালে। অন্তত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। ২০-র বেশি রোগীকে বিভিন্ন ওয়ার্ড থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে থানের পুলিসের তরফে জানানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, রাত ৩টে ৪০ নাগাদ আগুন লাগে থানে জেলার মুম্ব্রা এলাকার প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে। আচমকাই হাসপাতালের এক জায়গা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপর দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দু’টি ইঞ্জিন ও একটি উদ্ধারকারী গাড়ি। জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রোগীদের অন্য হাসপাতালে সরানোর সময়ই ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনই আইসিইউয়ে ভরতি। একজন বর্ষীয়ান নাগরিক। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী ড. জিতেন্দ্র আওয়াদ। তিনি জানিয়েছেন, ‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় পুরসভা দ্রুত এবিষয়ে বিশদে জানাবেন।’