বিদেশেও উদ্বেগ ছড়িয়েছে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে। পাশে থাকার আশ্বাস দিয়েছে পড়শি দেশ পাকিস্তানও। পাক ক্রিকেট অধিনায়ক বাবর আজমও চিন্তিত। এবার টুইট করে সেই বার্তাই দিলেন তিনি। বাবর টুইট করে লেখেন, “ভারতের সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে সুস্থতা কামনা করি। সকলের এক সঙ্গে থাকাটা জরুরি। সবার কাছে অনুরোধ করোনার সব নিয়ম মেনে চলুন। আমাদের সকলের জন্য এটা জরুরি। এক সঙ্গে থাকলে আমরা জিতবই।”
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭১ জন। ভারতের সর্বত্র প্রায় কোনও হাসপাতালে জায়গা নেই। অভাব দেখা যাচ্ছে অক্সিজেনেরও, এমন অবস্থায় ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বাবর। এর আগে ইমরান খানের সরকারের কাছে ভারতকে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছিলেন প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতারও।