আগামী বছর, অর্থাৎ ২০২২-এর কমনওয়েলথ গেমসে মহিলা টি-২০ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সূত্রের খবর, ভারত-সহ বিশ্বের মোট ছয়টি দেশ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই টি-২০ প্রতিযোগিতায় আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে একটি দেশ।
গতকাল আইসিসি জানিয়েছে, ১ এপ্রিল পর্যন্ত ফলাফলের ভিত্তিতে দলগুলির যে র্যাঙ্কিং তালিকা তৈরি হয়েছে, তারাই কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে। এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, “যোগ্যতা অর্জনের যে মাপকাঠি তৈরি করা হয়েছে, সেখান থেকেই ঠিক হবে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের কোন দেশ কমনওয়েলথ মহিলা টি-২০ ক্রিকেটে অংশ নেবে। ২০২২ সালের ৩১ জানুয়ারি একটি যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা হবে। সেখানেই নিশ্চিত হয়ে যাবে শেষ দল হিসেবে কোন দেশ আগামী বছরের এই টুর্নামেন্টে অংশ নেবে।”
কমনওয়েলথ গেমসে এই প্রথম বার মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত হল। তবে এই মঞ্চে ক্রিকেট আগেও একবার যুক্ত হয়েছিল। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে অন্তর্ভুক্ত হয়েছিল ছেলেদের ক্রিকেট। একদিনের ক্রিকেটে সেই মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলাদের টি-২০ ক্রিকেটের সমস্ত ম্যাচ আয়োজিত হবে ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে। ২০২১-র শেষ থেকেই ম্যাচগুলির টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে বলে এখনও পর্যন্ত ঠিক রয়েছে।